সাহিত্য বাগান-এর ওয়েব ম্যাগাজিনে (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস) আগষ্ট সংখ্যায় মোহাম্মদ শহীদুল্লাহ'র রচিত কবিতা--
বিধিনিষেধ আরোপ
মোহাম্মদ শহীদুল্লাহ
^^^^^^^^^^^
টেনেহিঁচড়ে
একটা সময়কে খুবলে খাচ্ছে বেজন্মা নেকড়ে l
আমাদের
বৈষম্যের নানাবিধ নিকেশের ডামাডোলে চিড়েচ্যাপ্টা ফুলগুলো হারাচ্ছি তো হারাচ্ছি ।
কায়েমী
সুখের ফেরিওয়ালা আসে ঘুরে ফিরে পরাণগঞ্জের ঘাটে। আঘাটের
যতটা বাড় বেড়েছে তারচেয়েও দুর্বলতা মননে। সংরক্ষিত
চিলেকোঠা, যেখানে রোদ্দুর প্রবেশ নিষেধ চিরকাল ।
খোলামেলা
ফড়িংটা ক্লান্তিকর গোধূলির অবরুদ্ধ কথা যেন ।
-------
ঠিকানা
প্রগতি হোমিও ফার্মেসী, পূর্ব মইলাকান্দা ,
শ্যামগঞ্জ বাজার, ময়মনসিংহ।
আরো পড়ুন কবিতা--
চন্দন চন্দ্র মহন্ত--শৈশব কাল
মোহাম্মদ শহীদুল্লাহ -- ( বিধিনিষেধ আরোপ )
মোঃ আব্দুল মান্নান -- ( আমার মা)
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ -- ( তোর বাবুটা কেমন হবে?)
দীনেশ চন্দ্র রায় -- ( পরাধীনতা ও শিক্ষা )
প্রকাশ চন্দ্র রায়-- ( ছুটে এসে মিশে যাও )
আবু হানিফ জাকারিয়া -- ( মৃত্যুর স্বাদ )
মোঃ আব্দুল লতিফ প্রামাণিক - ( সেই তুমি )
মোঃ মোসফিকুর রহমান - ( গৃহহারা)
সৌরভ রায় - ( ওদের কাঁদালে কেন তুমি? )
আরো পড়ুন গল্প ---
মোঃ সাখাওয়াৎ হোসেন -- ( বাংলার রাজকুমার )
মোঃ সাখাওয়াৎ হোসেন -- ( সালামের দেশপ্রেম )
রেজাউল করিম রোমেল - ( অযাচিত প্রেম)
প্রকাশ চন্দ্র রায় - ( রাধানাথ )
প্রচার ও প্রকাশ--
সাহিত্য বাগান
নান্দনিক প্রকাশনা
উত্তরমুছুন