সাহিত্য বাগান-এর ওয়েব ম্যাগাজিনে (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস) আগষ্ট সংখ্যায় দীনেশ চন্দ্র রায়'র রচিত কবিতা--
"পরাধীনতা ও শিক্ষা"
দীনেশ চন্দ্র রায়
ঘুরছি যখন চিড়িয়াখানায়- আনন্দ পাই বেশ,
বন্দী যতো পশুপাখি-
হয়না কি তাদের দ্বেষ?
স্বাধীন জীবন সবাই যাচে-
বন্দী কি কেউ হতে চায়?
বদ্ধ জীবনের কেমন মজা-
বুঝিয়ে দিচ্ছে করোনায়।
পরাধীনতার শিকল ছিঁড়ে-
সবাই মুক্ত হতে চায়,
শখের বশে বন্যপ্রাণিকে-
বন্দী করা কি উচিৎ হয়?
বিশ্বের আতঙ্ক কোভিড নাইনটিন-
বুঝিয়ে দিচ্ছে আজ,
অতি ক্ষুদ্ররাও পরতে পারে-
রাজসিংহাসনের তাজ।
উহাংরাজ্যের ক্ষুদ্র ভাইরাস-
সেজেছে আজ বীর,
আতঙ্ক আর জীবন ভয়ে-
বিশ্ব আজ অস্থির।
আরো পড়ুন কবিতা--
আরো পড়ুন গল্প ---
প্রচার ও প্রকাশ-- সাহিত্য বাগান
চন্দন চন্দ্র মহন্ত--শৈশব কাল
মোহাম্মদ শহীদুল্লাহ -- ( বিধিনিষেধ আরোপ )
মোঃ আব্দুল মান্নান -- ( আমার মা)
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ -- ( তোর বাবুটা কেমন হবে?)
দীনেশ চন্দ্র রায় -- ( পরাধীনতা ও শিক্ষা )
প্রকাশ চন্দ্র রায়-- ( ছুটে এসে মিশে যাও )
আবু হানিফ জাকারিয়া -- ( মৃত্যুর স্বাদ )
মোঃ আব্দুল লতিফ প্রামাণিক - ( সেই তুমি )
মোঃ মোসফিকুর রহমান - ( গৃহহারা)
সৌরভ রায় - ( ওদের কাঁদালে কেন তুমি? )
মোঃ সাখাওয়াৎ হোসেন -- ( বাংলার রাজকুমার )
মোঃ সাখাওয়াৎ হোসেন -- ( সালামের দেশপ্রেম )
রেজাউল করিম রোমেল - ( অযাচিত প্রেম)
প্রকাশ চন্দ্র রায় - ( রাধানাথ )