সাহিত্য বাগান-এর ওয়েব ম্যাগাজিনে (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস) আগষ্ট সংখ্যায় সৌরভ রায়'র রচিত গল্প --ওদের কাঁদালে কেন তুমি?সৌরভ রায়ওদের কাঁদালে কেন তুমি?কেন কাঁদালে তুমি ওদের--কি দোষ ছিল আমার প্রিয় অনুজের,যে আজ তার চোখের জল দেখতে হলো।শত চেষ্টা করেছি ঐ জল নিবারনের,যেন না থাকে তার চোখে দুঃখের ছায়া।তবে কেন তুমি এমনটা করলে?কি দোষ ছিল আমার জন্মদাত্রী মায়ের,যিনি দশ মাস আমায় গর্ভে ধারণ করেছেন।আমার সুখে জীবন দিতেও পিছপা হননি,হননি খুশি আমার অশ্রুপাত দেখে।তবে কেন তুমি এমনটা করলে?কি দোষ ছিল আমার প্রাণস্বর্গ পিতার,যিনি হাড়ভাঙ্গা শ্রম দিয়ে আমায় বড় করেছেন।শক্তি দিয়েছেন মানব সমাজে দাঁড়িয়ে থাকার,যায় প্রণয় না পেলে হয়তো আধমরা হয়ে বাঁচতাম।তবে কেন তুমি এমনটা করলে?সেই দুজন দেব-দেবীর আগমন ছাড়া তো,আমি পেতাম'ই না এই বিশ্বচরাচর দেখতে।তুমিই ভেবে বলো--তখন কি করে হতাম তোমার আদরের পতি।আর আমার ভাইয়ের দিকে চেয়ে দেখ_সে যে ঐ দেব-দেবীর পূজার ফুল,তাকে হীনা সার্থক যে হব না কোন উপায়ে।তবে কেন তুমি এমনটা করলে?পিতামাতার তুলনা শোভা পায় না কখনো আমার --তবু্ও সামান্যতম কথা বলে দিলাম তোমায়।শুধু উত্তর চাই, উত্তর চাই _কেন কাঁদালে তুমি ওদের,ওদের কাঁদালে কেন তুমি?প্রচার ও প্রকাশ-- সাহিত্য বাগান
ওদের কাঁদালে কেন তুমি? | সৌরভ রায়
আগস্ট ১৩, ২০২১
0