গৃহহারা | মোঃ মোসফিকুর রহমান

 সাহিত্য বাগান-এর ওয়েব ম্যাগাজিনে (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস) আগষ্ট সংখ্যায় মোঃ মোসফিকুর রহমান'র  রচিত কবিতা--

গৃহহারা

মোঃ মোশফিকুর রহমান

আমি ক্লান্ত পথিক আজকে
হৃদয়ে কঠিন জ্বালা,
জীবন পুড়েই ছারখার আজ
দারুণ এ বুকে খরা!
কান্নার সুর হয়তো শোনোনি
হৃদয়ের সুর কভুও শুনেছ?
প্রতি রাতেই জ্বলে পুড়ে মরি
কখনো কি তার খোঁজটা নিয়েছ?
বছরের পর বছর চলছে
মাসের শেষেও মাস,
তোমার প্রেমের বাগান গড়ে
এ বুকে করেছি চাষ! 
হৃদয় বাগান দেখেছ কি কভু?
কত জ্বালা এই বুকে,
তোমার অভাবে দিবস-রজনী
কেঁদে মরে যায় ধুকে।
তোমার ছোঁয়ায় শান্ত যে হবে
থেমে যাবে সব অগ্নির ধারা,
হৃদয়টা হবে শান্ত-মধুর
তুমি যদি দাও আবারও সাড়া!
তোমার বুকে শুধু রাখলে মাথা
দূর হবে সব জ্বালা,
চলো না দুজনে অজানায় মিলি
হয়ে যাই আজ গৃহহারা!
আরো পড়ুন কবিতা--
আরো পড়ুন গল্প ---
প্রচার ও প্রকাশ-- সাহিত্য বাগান

চন্দন চন্দ্র মহন্ত--শৈশব কাল

মোহাম্মদ শহীদুল্লাহ -- ( বিধিনিষেধ আরোপ )

মোঃ আব্দুল মান্নান -- ( আমার মা)

মোঃ আজহারুল ইসলাম আল আজাদ -- ( তোর বাবুটা কেমন হবে?)

দীনেশ চন্দ্র রায় -- ( পরাধীনতা ও শিক্ষা )

প্রকাশ চন্দ্র রায়-- ( ছুটে এসে মিশে যাও )

আবু হানিফ জাকারিয়া -- ( মৃত্যুর স্বাদ )

মোঃ আব্দুল লতিফ প্রামাণিক - ( সেই তুমি )

মোঃ মোসফিকুর রহমান - ( গৃহহারা)

সৌরভ রায় - ( ওদের কাঁদালে কেন তুমি? )

মোঃ সাখাওয়াৎ হোসেন -- ( বাংলার রাজকুমার )

মোঃ সাখাওয়াৎ হোসেন -- ( সালামের দেশপ্রেম )

রেজাউল করিম রোমেল - ( অযাচিত প্রেম)

প্রকাশ চন্দ্র রায় - ( রাধানাথ )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.