শৈশব কাল | চন্দন চন্দ্র মহন্ত

সাহিত্য বাগান-এর ওয়েব ম্যাগাজিনে (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস) আগষ্ট সংখ্যায় চন্দন চন্দ্র মহন্ত'র  রচিত কবিতা--

শৈশব কাল 
চন্দন চন্দ্র মহন্ত 
আমরা যখন ছোট্ট ছিলাম 
করছি কত খেলা 
সাত সকালে নদীর ধারে 
লাগাই বন্ধুর মেলা।
বকাবকির হরেক আওয়াজ 
সঙ্গে হাসি কান্না 
নিত্য নতুন খেলার আয়েশ 
নিয়ে যত কল্পনা।
লাটাই হাতে চলি ছুটে 
ধরতে মেঘের ভেলা 
হঠাৎ করে সুতা কেটে 
মারে সখের তালা।
জ্যৈষ্ঠ মাসে গরম দিনে 
কলার গাছের ভেলা 
নদীর জলে নামিয়ে এনে 
কাটাই সারাবেলা।
যখন দিন ফুরিয়ে সন্ধ্যা কালে 
আকাশ ফুটায় তারা 
দাদুর ডেকে ছেলের দলে 
জমাই মজার ছড়া।
খোর্দ্দ বোতলাগাড়ী(ভুজারীপাড়া),
সৈয়দপুর, নীলফামারী,
আরো পড়ুন কবিতা--
আরো পড়ুন গল্প ---
প্রচার ও প্রকাশ-- সাহিত্য বাগান

চন্দন চন্দ্র মহন্ত--শৈশব কাল

মোহাম্মদ শহীদুল্লাহ -- ( বিধিনিষেধ আরোপ )

মোঃ আব্দুল মান্নান -- ( আমার মা)

মোঃ আজহারুল ইসলাম আল আজাদ -- ( তোর বাবুটা কেমন হবে?)

দীনেশ চন্দ্র রায় -- ( পরাধীনতা ও শিক্ষা )

প্রকাশ চন্দ্র রায়-- ( ছুটে এসে মিশে যাও )

আবু হানিফ জাকারিয়া -- ( মৃত্যুর স্বাদ )

মোঃ আব্দুল লতিফ প্রামাণিক - ( সেই তুমি )

মোঃ মোসফিকুর রহমান - ( গৃহহারা)

সৌরভ রায় - ( ওদের কাঁদালে কেন তুমি? )

মোঃ সাখাওয়াৎ হোসেন -- ( বাংলার রাজকুমার )

মোঃ সাখাওয়াৎ হোসেন -- ( সালামের দেশপ্রেম )

রেজাউল করিম রোমেল - ( অযাচিত প্রেম)

প্রকাশ চন্দ্র রায় - ( রাধানাথ )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.