সাহিত্য বাগান-এর ওয়েব ম্যাগাজিনে (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস) আগষ্ট সংখ্যায় আব্দুল মান্নান'র রচিত কবিতা--
আমার মা
মো আব্দুল মান্নান
------ঃঃ-------
দুনিয়াতে মায়েই সেরা
তার মত কেউ নাই,
মাকে নিয়ে তাই আমি
কিছু লিখতে চাই।
বাড়ীর বাহির গেলে আমি
উদ্বিঘ্ন থাকতো আমার মা,
আমার অসুখ হলে পরে,
ঘুমাতো না আমার মা।
আমাকে নির্ঘুম রেখে
মা কখনো ঘুমায় নি,
ব্যথিত কখনো দেখলে
মা উল্লাস করেনি।
আমার শরীর খারাপ হলে
মা নিতো মোরে কোলে,
শত কষ্টেও মা আমারে
রাখিতো আগলে।
চেনা জানা বদলে গেছে
মা কিন্ত বদলায় নি,
মা যেন সেই মায়েই আমার
একটুও বদলায় নি।
আমার কষ্ট দেখলে পরে
মা হ'ত আহত,
আমার ভূল দেখলে কোথাও
মা অজুহাত দাড় করাতো।
ক্ষমা চাওয়ার আগেই মা
আমায় করত ক্ষমা,
যেন পাহারা দিত সদা
আমার জনম দূঃখী মা।
আমার প্রশংসা শুনলে কোথাও
মা নিতেন খুশিতে মেনে,
বিশ্বাস করতেন তাহাও
অতিরঞ্জিত জেনেও।
আমার নিন্দা মা কখনও
কানেতে তোলে নি,
স ত্য সাক্ষী পেলেও
হাসিতে উড়াতেন তিনি।
সারা জীবন দেখেছি মাকে
সদাই ব্যতিব্যস্ত,
আমার ভাবনায় মা
থাকতেন সদা চিন্তিত।
সবাই মাকে ভূলে গেলেও
আমি কিন্ত ভূলিনি,
ভালবেসে মা কখনও
আমায় ত্যাগ করে নি।
আমার জীবন কাহিনীতে
আমারি বিচরণ,
স্বপ্নের রং মাখিয়ে মা যেন
শুধুই আমাকে রাংগাতেন।
আমায় ছেড়ে মা আমার
গেছেন পরোপারে,
রহমত চাই খোদার কাছে
তাকে যেন জান্নাতবাসী করে।
সাহিত্য শিখা পরিষদ - উপদেষ্টা
কিশোরগঞ্জ, নীলফামারী
প্রচার ও প্রকাশ-- সাহিত্য বাগান