অধম চরিত
প্রকাশ চন্দ্ররায়
রজনীর প্রান্তে বসে যারা প্রভাতের প্রতীক্ষা করে,
তারা'ই উত্তম ভাগ্যবান;
মধ্যম তারা-যারা মধ্যভাগে বসে
ভোরের অপেক্ষায় থাকে।
আমিই অধম-জীবন সায়াহ্নে এসে হয়েছি উপনীত;
প্রভাত দর্শনের আশা আমার সুদূর পরাহত।
সুষম প্রভাতের বুকে দাঁড়িয়ে বর্তমান তুমি,
চলমান সূর্যের আলো মেখে গায়ে,
সারাদিন হাসবে নাচবে গাইবে
আনন্দময় এ পৃথিবীর বুকে;
ততক্ষণে নিশ্চিত আমি অচেনা অদ্ভুত অন্ধকারে
হবোই হবো নিমজ্জিত চির জনমের মত।★
তারা'ই উত্তম ভাগ্যবান;
মধ্যম তারা-যারা মধ্যভাগে বসে
ভোরের অপেক্ষায় থাকে।
আমিই অধম-জীবন সায়াহ্নে এসে হয়েছি উপনীত;
প্রভাত দর্শনের আশা আমার সুদূর পরাহত।
সুষম প্রভাতের বুকে দাঁড়িয়ে বর্তমান তুমি,
চলমান সূর্যের আলো মেখে গায়ে,
সারাদিন হাসবে নাচবে গাইবে
আনন্দময় এ পৃথিবীর বুকে;
ততক্ষণে নিশ্চিত আমি অচেনা অদ্ভুত অন্ধকারে
হবোই হবো নিমজ্জিত চির জনমের মত।★