এইমাত্র হলাম কবি | প্রকাশ চন্দ্র রায়


 এইমাত্র হলাম কবি
প্রকাশ চন্দ্র রায়


মেঘলা আকাশের নীচে একলা আমি, 
ধূ-ধূ মরু-প্রান্তরের মাঝে একলা আমি; 
গাঢ় অন্ধকারের কেন্দ্রবিন্দুতে একলা আমি। 
স্বপ্নের সৈকতে নীল ওড়না উড়িয়ে তুমি
হেঁটে বেড়াও সুখে; 
কবিতার পঙক্তিমালা সাগরের তরঙ্গের মত,
আছড়ে পড়ে তোমার চরণের 'পরে। 
কবি তো ছিলাম না আগে এইমাত্র হয়ে গেলাম কবি!
আঁকলাম যখন তোমার ছবি ছন্দ-মাত্রা-অলঙ্কারে।
২৭ জুন ২০২০ শনিবার।★

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.