সংসর্গ-সংস্পর্শ | প্রকাশ চন্দ্র রায়

 

সংসর্গ-সংস্পর্শ 


প্রকাশ চন্দ্র রায়



সময়ের গরমিল ঘটলেও ভালবাসার অঙ্কুরোদ্গম হয়,
বয়সের তারতম্যেও ভালবাসা সঞ্জীবিত হয়; 
ভালবাসা এমন কোন ঘটনা নয়-যাকে 
জোর করে ঘটানো যায়।
ভালবাসা শুধু ভালবাসাকেই চায়, 
রূপ-যৌবন জাত-ধর্ম কোন ব্যাপারই নয়;
ভালবাসা শুধু ভালবাসাকেই চায়। 
সংসর্গে সংস্পর্শে ভালবাসা প্রতিষ্ঠিত হয়।★

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.