শীত-বসন্ত পেরিয়ে গেছে আজও আমার ভালবাসা জেগে আছে। দিন-মাস-বছর ক্ষয়ে ক্ষয়ে যায় প্রকৃত ভালবাসা অক্ষয় হয়ে রয় অন্তরের গহীনে। যেখানেই থাকো সুখেই থেকো, বলবো না কখনোই মনে রেখো গো মনে রেখো; শুধু জেনে রেখো-জীবন গড়িয়ে চলে অস্তাচল অভিমুখে, ভালবাসা অনড় থাকে উদয়াচলের স্মৃতিতে।★