কিছু ফুল কিছু পাখি
প্রকাশ চন্দ্র রায়
আমি মনে হয় ভুল করে কিছু ফুলকে শুঁকতে চেয়েছি!ভুল করে পুষতে চেয়েছি কিছু রঙিন পাখি!
মহাভূল করেছি বোধহয় লিখতে গিয়ে কবিতা-গল্প-গান !
মহৎ প্রাণ মনে করে যাঁদের আপ্রাণ ভালবেসে গেছি,
আজকে তাঁরাই কেন যেন হায়!
গোপনে-গহীনে আমার নামে কুৎসিত কুৎসার
প্রগাঢ় কালি ছিটিয়ে বেড়ায়!
কিছু ফুল মধুর বদলে যাদুর ফুঁৎকার মারে,
কিছু পাখি আঁখি মুদে আদরের বিপরীতে হায়
বিরাগের বিস্তার ঘটায়!
এই যদি হয় ভালবাসার মানে,
কে জানে কখন কী রকম বিপর্যয় যে ঘটে যায়
চলমান জীবনে;
মন রে মন শ্যামল-কোমল বন পেলে না,
শত সাধনায়ও বোধহয় মায়াভরা কায়া জোটে না!★