স্মৃতির শতদল
প্রকাশ চন্দ্র রায়
তোমার চোখের জল স্মৃতির শতদল রূপে ফুঁটে আছে আজও বুকের সরোবরে আমার,
বেদনা'র বাতাসের বেগে করে টলমল টলমল;
অক্ষয় অর্ঘ্য স্বরূপ তোমার চোখের জল।
ঘনঘোর বর্ষাতেও ফোঁটে কেতকী-কদম,
ইচ্ছের বিরুদ্ধেও ফুঁটেছে তোমার মুকুলে-বকুল।
প্রত্যাশার প্রতিকূলেই কেটে গেছে সুদীর্ঘ সময়;
দীর্ঘশ্বাসের দীর্ঘনিশি কাটে না আমার!
আদৌ কি আসবে কখনও কাঙ্খিত ভোর?
পরকীয় পঙ্কে পঙ্কিল হবো,
মাথা পেতে নেব দুদৈব দুর্ভোগ,
পুরোনো বাতাসে পুনরায় ওড়াও যদি ঘুড়ি;
নতুন কুঁড়ি জাগবেই জাগবে পাতাঝরা গাছে।
ধূসর আকাশ হবেই হবে স্বচ্ছ সুন্দর নীল,
অ-নীল গৌরবে আনবো ডেকে বসন্ত রঙ্গিন;
অ-শোক জীবন ভাসবে সুখের স্রোতে।★