জীবননদী'র মতিগতি
----প্রকাশ চন্দ্র রায়
বারবার আসে প্রবল-প্লাবন,
বারবার ভাঙে জীবনের পাড়;
যতটা ভেঙেছে ইতিমধ্যে,
ততটাই তো আর গড়তে পারবো না!
জীবননদী'র মতিগতি বুঝতেই পারলাম না।
বারবার আসে আষাঢ়-শ্রাবন,
ঝর ঝর ঝরে বাদলের ধারা,
জীবনের কিনার ভাঙে ক্রমাগত,
শীত-বসন্ত তো আর ফেরত আসে না!
যতটা ভেঙেছে জীবনের পাড়,
ততটা আর গড়তে পারবো না;
মৃত্যুমুখি জীবনের গতি,
কোনক্রমেই কেউ থামাতে পারবে না।