মরণাপন্ন মন | প্রকাশ চন্দ্র রায়

 

মরণাপন্ন মন
প্রকাশ চন্দ্র রায়

মুমূর্ষু মুহুর্তেও মরণাপন্ন মন তোমার কথাই ভাবছে,
বিগত দিন মাস বছরের প্রতিটি ক্ষণ যেভাবে কেটেছে
তোমার কল্যাণ কামনা করে করে;
আজ মৃত্যুযাত্রার প্রাক্কালেও মরণাপন্ন এ নিবেদিত মন, 
হারিয়ে যাওয়া কারণকে স্মরণ করে তোমার কথাই
ভাবছে। 
আমাকে সূর্য ভেবে সূর্যমুখী সেজেছিলে স্বেচ্ছায়,
সূর্যের প্রসংশায় ছিলে পঞ্চমুখী ফুল!
আহা! কি অপরূপ ঐশ্বর্যে মেলে দিয়েছিলে আপন 
পাঁপড়ি দল! 
অতল অনুরাগে মুগ্ধ আমিও ঢেলে দিয়েছিলাম আমার 
অন্তরস্থ আলো তাপ সব। 
আজ অচেনা নির্বাসনে যাওয়ার প্রাক-মুহুর্তে 
মনে পড়ে যাচ্ছে স্মরণকালের রোমাঞ্চকর 
অযুত অদ্ভুত কিছু কথপোকথন, 
গোপন ইথারে যা ভেসে বেড়াচ্ছে আজও প্রতিক্ষণ। 
প্রকৃতির অমোঘ নিয়মকে মেনে নিয়ে আজ 
ডুবে যাচ্ছি আমি,
তুমি হাসিমুখে সুখে থাকো তোমার নতুন পৃথিবীর বুকে,
এই শেষ কামনায় বিদায় সাথী বিদায়।
চেম্বার-৯ জুলাই'২০১৯ শনিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.