পাগলী
প্রকাশ চন্দ্র রায়
এ্যাই পাগলী ক্যান ডাকলি ইশারা'তে মধুবনে সঙ্গোপনে মধ্যরাতে?
জানো নাকি আমার ছোঁয়ায় তোমার আকাশ
মুচকি হাসে,
তোমার বাতাস খেমটা নাচে;
যৌবণ জোঁয়ার উথলে উঠে আচম্বিতে।
এ্যাই পাগলী,
ক্যান ডাকলি ক্যান?
শুনবি নাকি প্রেমপ্রসাদের গান
আঁধার রাতে নিরালাতে।
গানের সুরে আবার যদি উচাটন হয় মন,
তখন যেন তাল বেতালে,
লজ্জা ভুলে নাচিস না ফের ন্যাংটা হয়ে আনন্দেতে।
শোন্ পাগলী শোন্,
ফাল্গুন চৈত্র যাবেই চলে ক'দিন পরে,
বৈশাখ জৈষ্ঠ্যের ঘূর্ণিঝড়ে ভাঙ্গে না য্যান
প্রেম-পিরীতের ঘর।
আয় পাগলী আয় এই নিঝুম নিরালায়,
দু'হাত দিয়ে পাগলাকে তোর বুকে চেপে ধর।
চল্ পাগলী চল যৌবনোচ্ছল ফাগুন দিনে
একে অপরকে লই গো চিনে,
দু'য়ে মিলে ঝাঁপিয়ে পড়ি উত্তাল প্রেমের স্রোতে
বসন্তের নিশিতে।
০৬..০৭..২০১৭ চেম্বার।