শবদেহ'কে বলছি
প্রকাশ চন্দ্র রায়
আমিও একদিন তোমার মত'ই হবো,সাদা কাপড়ে সর্বাঙ্গ ঢেকে,
নিঃশ্বাস-প্রশ্বাস বিহীন একা সটান শুয়ে রবো।
চারপাশে তো জাগবে কত করুণ কান্নার ঢেউ,
আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব হাসবে না আর কেউ;
নাকে কানে তুলো গুজে এত হট্টগোলে'র মাঝে
নিথর দেহে আমি তখন নিরবে'ই শুয়ে রবো।
আমিও একদিন তোমার মতো শবদেহ হয়ে যাবো,
এ পৃথিবীর মায়া ছেড়ে সব কৌতুহল ঝেড়ে ফেলে,
বিনা দ্বিধায় রসাতলে যাবো।
অতি অবশ্যই একদিন আমি তোমার মত'ই
নিঃসাড়-নির্বাক এক শবদেহ হবো;
শববাহী'দের ঘাড়ে চড়ে নিরবে নিশ্চিন্তে একা
রসাতলে যাবো।
১০'ই জুলাই ২০১৮