তোমাকে টিপ পরা অবস্থায় দেখার সৌভাগ্য হয় নাই
না জানি টিপ পরলে কেমন লাগবে তোমাকে..।
এমনিতেই তুমি অপরুপা, আমার মন চুরি করেছ
আবার যদি থাকে তোমার কপালে টিপ
হলফ করে বলতে পারি, আমি পাগল হবো
একেবারেই পাগল হয়ে যাবো ।
আজকাল আমার এই একাকীত্ব জীবনে,
তোমাকে ভেবে পাগল হওয়ার সাধ জাগে।
তাই এই সময় তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে,
কপালে টিপ দেয়া অবস্থায়- দেখতে ইচ্ছে করছে।
জানি ভগবান, এই আশা এখন পূর্ণ করবে না ।
কিন্তু আমার এটাই চাওয়া, কোনো একদিন তুমি আসবে,
নীল শাড়ী আর কালো টিপ পরে, আমার স্বপ্নের রাজ্যে।
না জানি টিপ পরলে কেমন লাগবে তোমাকে..।
এমনিতেই তুমি অপরুপা, আমার মন চুরি করেছ
আবার যদি থাকে তোমার কপালে টিপ
হলফ করে বলতে পারি, আমি পাগল হবো
একেবারেই পাগল হয়ে যাবো ।
আজকাল আমার এই একাকীত্ব জীবনে,
তোমাকে ভেবে পাগল হওয়ার সাধ জাগে।
তাই এই সময় তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে,
কপালে টিপ দেয়া অবস্থায়- দেখতে ইচ্ছে করছে।
জানি ভগবান, এই আশা এখন পূর্ণ করবে না ।
কিন্তু আমার এটাই চাওয়া, কোনো একদিন তুমি আসবে,
নীল শাড়ী আর কালো টিপ পরে, আমার স্বপ্নের রাজ্যে।