শিরোনামঃ শিষ্যের প্রেম বিলাস
কলমেঃ চন্দন চন্দ্র মহন্ত
উৎসর্গঃ শ্রদ্ধেয় শিক্ষক পরেশ চন্দ্র দাস'কে
অক্ষর বৃত্তঃ ৮+৬/৬ (পয়ার)
তারিখঃ ২২/০৬/২০২২ ইং
গুরু, মরুর বক্ষে সবুজের ছায়া
বারি-বর্ষণ,
আজ বৃক্ষের শাখা ফুলে ফলে ভরা
অপার সৃজন।
কলুষিত প্রাণে ভাসে সুবাসিত ঘ্রাণ
নাচে মধুকর,
ওগো তোমারে জ্ঞানে যে কুলের ঠিকানা
ওঠে দিবাকর।
তোমার বাণী যে নিবে সুধা রূপে জানি
অতি সে মহান,
প্রতি পদে পদে তার মুখরিত ধ্বনি
জয়ের বাঁধন।
জড়তার ছায়া মুছে, মরে বিভীষিকা
জ্ঞানে পরে জল,
হৃদয়ের কোষাগারে আলোর দীপিকা
দিল যত ফল।
গুরু তোমার চিহ্ন বলয়ে যে দেখি
পৃথিবীর স্মৃতি,
রাতের আঁধার কেটে জ্বলে সব আঁখি
শিষ্যের প্রতি।
গুরু তোমার চরণে করি অর্পণ
যত অর্জন,
জীবনের সব কৃতি সব পূণ্য ধন
নাও প্রিয়জন।