কল্পিতা
প্রকাশ চন্দ্র রায়
কল্পিতা'র বয়স বিশ পেরুচ্ছে কেবল। হালকা মাঝারী গড়ন,উজ্জ্বল ফর্সা গাত্রত্বক,ডিম্বাকৃতি মুখাবয়ব। সূঁচালো নাকের নীচে পাতলা ওষ্ঠ-অধর, ঝকঝকে দন্তপাটি,হাসলে বাম গালে ছোট্ট একটা টোল পড়ে। চিকন জোড়া ভ্রু'র নিচে ডাগর ডাগর দু'টো কালো চোখ, ঘনকালো লম্বা এলোচুল, কখনো বাঁধে বলে মনে হয় না। অনেকদিন পরে কল্পিতা'কে আসতে দেখে সারা শরীর থত্থর করে কাঁপতে লাগলো কৌশিকের,কিন্ত একি!
কাছে এসে কল্পিতা তার বাম বাহুতে চিমটি কাঁটছে কেন? ডানহাত দিয়ে চোখ রগড়াতে রগড়াতে দেখলো আবার,
-ছিঃ ছিঃ ছিঃ কল্পিতা কই! এ তো কালো কুৎসিত একজন নার্স,ঘুমের ইনজেকশন পুশ করছে তার বাহুতে!
-মাথাটা বিগড়ে গেল আবার, পরক্ষণেই আকস্মিক ঘুমে নেতিয়ে পড়লো সে পাগলা গারদের বেডে।★
-০৮,০৯,২০২০ মঙ্গলবার।