<> স্যানিটাইজার <> |.... প্রকাশ চন্দ্র রায় ....
সাহিত্য বাগান
জুলাই ১০, ২০২২
<> স্যানিটাইজার <>
.... প্রকাশ চন্দ্র রায় ....
.
* রাত বারোটা বাজে,ভাবছি অল্পকথার একটা গল্প লিখে তবেই ঘুমাবো ।
* জানালার কপাটে ঠক্ ঠক্
* শব্দ করে নক করে কে?
* ঠক্ ঠক্-ঠক্ ঠক্, আবার! আবার!
* আস্তে খুললাম কপাট,
* একি! এতরাতে মহিলা কেন?
* চেনা যাচ্ছে না ভালমত,
* নাকেমুখে মাস্ক বাঁধা যে ।
* ফিসফিস করে বলল সে,
* -: দুহাত পাতো ।
পাতলাম দুহাত গ্রিলের ফাঁক দিয়ে।
বুকের ওড়না সরিয়ে ফেলে,জামার ভিতরে হাত ঢুকিয়ে বুক থেকে বের করলো সে ছোট্ট একটা শিশি!
আমার দুহাতের তালুতে ঢেলে দিল বেশ কয়েক ফোঁটা তরল!
চমকে উঠলাম আমি,কী এগুলো?
হাসিমুখে বলল সুন্দরী ।
-:হ্যান্ড স্যানিটাইজার ।
-হাতে নাকে ঠোঁটে মাখো ।
-এবার চিনলাম তাকে,
-কল্পনা রাণী,পাশের বাড়ীর সুন্দরী ।
-এতক্ষণ ওড়না দিয়ে মাথাটা
-ঢাকা থাকায় চিনতে কিছুটা দেরী হল ।
-ওর কথামত হাতে নাকে ঠোঁটে মুখে,
-স্যানিটাইজার মাখলাম,
-মুখের মাস্কটা সরিয়ে সে-ও মাখলো তার নাকে,
-মুখে,হাতে । তারপরে
-জানালার গ্রীলের ফাঁক দিয়ে
-দুঠোঁট বাড়িয়ে দিয়ে বলল,
--: Kiss me Kiss me. ¤
.
২৩,০৪,২০২০ বৃহষ্পতিবার । রাত ।