শঙ্খচিল | হামিদুল ইসলাম

    

                           

শঙ্খচিল

   হামিদুল ইসলাম।

বিমূর্ত ছন্দ লহরী 
নাবাল কথা
স্বপ্নগুলো ভেঙে ভেঙে পড়ে। বিষাদ শূন‍্য প্রান্তর    
প্রতিদিন এলোচুলে সাজাই বাসি উৎসব ।।
ময়াল সময় গোণে অনন্ত দিন 
ধীরে ধীরে ক্রেতাযুগ পেরিয়ে আসি আমরা সবাই 
ঈশান কোণে হাওয়া 
এ জীবন ভাঙা গড়ার পুতুল খেলা। অবাধ‍্য মায়া বসত ।।
তবু ফিরে আসি 
ক্লান্ত নখে লিখে রাখি ব‍্যথার উলম্ব 
শূন‍্য জীবন শূন‍্য বলয় 
পূণ‍্যতোয়া নদীতে ভাসাই স্বপ্নের আমৃত‍্যু সংগ্রাম ।।
ঝরাপাতা
নৈঃশব্দের ব‍্যর্থ পুরুষকার 
কলমের আঁচড়ে আঁকি রোমাঞ্চ মিথুন 
নৈবেদ‍্যের মায়া পৃথিবী ছেড়ে যায় বেনামী বন্দর ।।
ইতিহাস হই
লিখে রাখি বাসি সভ‍্যতার জন্ম ও মৃত‍্যু 
হৃদয়ে পুঁতি বিশ্বাস 
প্রতিদিন বেড়ে উঠুক শঙ্খচিল ও একপাল শিশু ।।
______________________________________________________

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.