নব নবীন
কৈশিক চন্দ্র বালা, ছন্দপুত্র
তোমরা নও শিশু
হে বুদ্ধিমান,
তোমরাই হলে নবীন প্রদীপ
বিশ্বকে করবে মহান।
তোমরাই হলে নব শশী
নষ্টচন্দ্রের শেষে,
তোমরাই গড়বে নতুন জগৎ
যুগে হতে যুগে এসে।
তোমরাই হলে আগামীর যাত্রা
যুগান্তরের আশা,
আশীষ দিলাম তোমাদের
অশেষ ভালোবাসা।
গড়বে তোমরা স্বপ্নের নগর
রূপকথারই রাজ্য,
সত্যানুসন্ধানের তথ্যের লক্ষ্যে
করবে মহৎ কার্য।
তোমরা হবে দার্শনিক
যুক্তিবিদ্যার খোঁজে,
সঠিক যাহা বলবে তাহা
বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝে।
তোমরাই হবে সাহিত্যিক
তোমরাই ঐতিহাসিক,
বিশেষজ্ঞদের জীবন তথ্যের
তোমরাই মহা ভাষিক।
হবে তোমরা জীববিদ
করবে জীব চিন্তন,
সমাপ্ত করবে কুসংস্কারের
যুক্তিহীন ভ্রান্ত ভাবন।
তোমরা হবে পদার্থবিদ
তোমরাই ভূগোলের জ্ঞান,
নবীন দর্পণ তোমরাই শ্রেষ্ঠ
তোমাতে করি মোরা অটুট সম্মান।