দূর্বার-তরুণ
সৈয়দ কামরুল
আমরা নবীন দীপ্ত অরুণআমরা তরুণ দল,
সোনার স্বদেশ গড়তে সবাই
এগিয়ে যাই চল।।
স্বাধীন দেশের আমরা যে বীর
নেইকো ভাবনা আজ,
সোনার স্বদেশ গড়বো মোরা,
করবো মহৎ কাজ।
স্বাধীন দেশের মানুষ আমরা
নেইতো কোনো ভয়?
দেশের সেবা করবো মোরা,
হবে সবার জয়।
থাকবো না আর ঘরে বসে,
আলসি রেখে মনে।।
দেশের সেবায় হাত বাড়াবো
মিশবো সবার সনে।
সোনার স্বদেশ গড়বো মোরা
আসুক বাধা যতো,
উঁচু শীরে থাকবো মোরা
মহান বীরের মতো।