ভালোবাসা এখন বরফের দেশে || মোঃ আইয়ুব আলী

ভালোবাসা এখন বরফের দেশে

মোঃ আইয়ুব আলী

পাষাণ প্রিয়ার শিলাযুক্ত বক্ষটা,
আলাস্কার ম্যাককিনলে পর্বতমালা;
দু'টো নয়ন যেন আমার,
নায়াগ্রা জলপ্রপাত...
অঝোরে শুধুই ঝরে..
এ হৃদয়টা হলো বড্ড প্রশস্ত,
আনমনা আমাজন নদীর মত,
আমার রক্ষিত গভীর ভালোবাসাটা
প্রশান্ত মহাসাগরের-
মারিয়ানা টেঞ্চ!!

সেই পর্বতের কিছু অংশ,
উত্তর মেরুরে'ই অন্তর্গত,
সেখানে হয় দীর্ঘ সময়,
আলো-আঁধারের অন্তরালে...
আমার তৃষ্ণার্ত ভালোবাসার
অসংখ্য সংঘর্ষ,
সে সূত্রে আবহমান চলে...
নয়নের জলপ্রপাতের উৎপত্তি!

হৃদয় জলের অতলতলে,
ধীরে ধীরে ছুটে চলে...
অন্তরালে-
নির্গত লাভার ফল্গুধারা...
গভীর ভালোবাসার অভিমুখে..!

গভীর ভালোবাসা এখন,
হতে চলেছে সম্প্রসারণ,
হয়েছে ঘনীভূত,
ঠাঁই নাই আর সাগরে;
ছুটে চলে বরফের পাহাড়ে...
দক্ষিণমেরু অ্যান্টার্কটিকার দেশে!
০৩/১০/২০১৮খ্রীঃ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.