ভালোবাসার পাঠ শেখা || মোঃ আবু হানিফ জাকারিয়া

   


  "ভালোবাসার পাঠ শেখা"

                 --মোঃ আবু হানিফ জাকারিয়া


ভালোবাসা কি আমি তা জানতাম না,

সেই আমাকে ভালোবাসতে শিখিয়েছে।

তার ডাগর কালো চোখের দিকে তাকিয়ে

চোখ ফেরাতে পারতাম না;

অপলক চোখে তাকিয়ে থেকে বুঝেছি;

তার চোখের ভাষা।।


নিস্পলক চোখে তাকিয়ে দেখতাম তার পথ চলা,

বিমোহিতের মত তার বলা কথাগুলো শুনতাম,

তার কেশরাজির দীঘলতা আমায় প্রচণ্ড আকর্ষণ করত।

ভালোবাসা কি আমি তখনও জানতাম না,

সেই আমাকে শিখিয়েছে ভালবাসা।।


ঘনিষ্ঠ হয়েছি দুজন,শেষে বন্ধুও হলাম,

এক সাথে কত কত জায়গায় ঘুরেছি,

মার্কেটে গিয়েছি, থিয়েটারে গিয়েছি,

রিজার্ভ করা রিক্সায় চষে বেরিয়েছি পুরোটা শহর।

পার্কে, কাম্পাসে, গাছতলায় বসে কত সময় কেটেছে,

কত কথাই তো হয়েছে আমাদের।

"ভালোবাসি" এই কথাই শুধু বলিনি কেউ কাউকে।

আমি তখন ভালোবাসা শিখতে শুরু করেছি,

সেই আমাকে শিখিয়েছে ভালোবাসা।।


সময়ের ঘোড়া থেমে থাকেনি, পেরিয়েছে অনেক পথ,

আমার ভালোবাসার পাঠ শেখাও থেমে থাকেনি।

এতদিনে আমি ভালবাসার সব পাঠ শিখে ফেলেছি,

সেই আমাকে শিখিয়েছে ভালোবাসা।।


তারপর আর অতীত ভাবিনি, ভাবিনি অন্য কিছু,

এত ভাববার আর ফুরসৎ কোথায়?

কোন এক নির্জন দুপুরে তার হাত ধরে বলেছি----

"আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি---"

সেও আমার হাত চেপে ধরে বলেছে--

"এই দিন এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম।"

তার দু'হাতের মাঝে আমার দু'হাত,

নিস্তব্দ,নীরব দু'জনে, চোখেমুখে নেই ভাষা।

এমনি করেই আজ পূর্ণ হল,

আমার ভালোবাসার পাঠ শেখা।।

        ২৪/১০/২০১৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.