ফিরে এসো
--আলী নওয়াজ
-------------------
শ্রাবণী -
যখন তোমাকে মনে পড়ে,
রাতের নীরবতায় -
এসে দাঁড়াই খোলা জানালায় পাশে।
দেখি - একবুক অভিমান নিয়ে -
তোমার নীরবে চলে যাওয়ার দৃশ্য।
কোন দোষ ছিলো না আমার,
একটা মিথ্যা সন্দেহের কাছে হার মেনে -
তুমি গুটিয়ে নিলে নিজেকে।
দেখতে পাই -
নিজেকে আড়াল করে -
গোপনে তোমার চোখের জল লুকানোর চেষ্টা।
একদৃষ্টিতে চেয়ে থাকা -
মায়াবী চোখের নীরব অভিমান।
যাবার বেলায় -
অনুভব করলে না আমার হৃদয়ের দহন -
একাকিত্বের যন্ত্রণা।
অনেক সময় গড়িয়ে গেল,
তোমার শূন্যতায় ধূসর হয়ে আসছে -
আমার জীবনের প্রতিটি মুহূর্ত।
আর নয়,
ফিরে এসো শ্রাবণী।
আছি পথ চেয়ে -
তোমার অপেক্ষায়।