নিরুপায়! || দীনেশ চন্দ্র রায়



নিরুপায় !
      ডিসি রায়,
১১,৬,১৮ খ্রি,
নদী ছিল ভরা
ইদানিং চলছে খরা
কথায় কথায় গৃহিনীর
মন মেজাজ কড়া
পড়েছে অভাব
বদলেছে স্বভাব
হর হামেশাই করছি হজম
গৃহকত্রীর কথার তাপ,
বাপরে,বাপ!
বলুনতো ভাই―
অভাবটা কি পাপ?
আছে যাদের রাশি রাশি
তাদেরই তো অভাব বেশি,
করছে তারাই হুড়োহুড়ি
গরীবের ধন নিচ্ছে কাড়ি,
ভাবছি আমি তাই―
পাপ পূণ‍্যের হিসেবটা ভাই
কেমনে মিলাই?
বুঝেনা সে পাপ পূণ‍্য
টাকা পেলেই হয় ধন‍্য
নগদ নারায়ণে হয় সন্তুষ্ট
বুঝেনা আমার মনের কষ্ট,
ভোগ বিলাসে মহা তুষ্ট
বিফল হলেই হয় রুষ্ট
মানেনা আর প্রেম-প্রীতি
ভুলে গেছে অতীত স্মৃতি,
বলুন তো ভাই―
সৎ পথে চললে এত অর্থ
কোথায় আমি পাই?
মানেনা সে পরকাল
আঁকড়ে ধরেছে ইহকাল
শত চেষ্টাও পারছিনা ভাই
ছিন্ন করতে মায়ার জাল।
সাদরে বলি,ওগো শোন―
আমাদের আছে অনেক পূণ্য,
দিন আনি দিন খাই
আমাদের তো অভাব নাই
এসব কথা শুনলেই বউ
করে শুধুই খাঁই খাঁই;
উপায় বলুন ভাই―
এমন বউয়ের কবল থেকে
কেমনে রেহাই পাই?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.