স্বপ্ন-মরীচিকা
সাহিত্য বাগান
মে ০২, ২০২১

স্বপ্ন-মরীচিকা
প্রকাশ চন্দ্র রায়
স্বপ্নের মাঝে অনায়াসে নাচে অপরিমেয় সুখ,
মন-প্রাণ ভরে যায় সুখেদের নাচন দেখে,
স্বপ্নবিলাসী মন স্বপ্ন দেখেই বাঁচে;
স্বপ্নের সফলতা খোঁজে কাজে-অকাজে।
সুখস্বপ্ন সব ভেঙে যায় অকস্মাৎ!
বাস্তবতার আলো ফুটে উঠে জীবনের ঘাটে।
মনের ক্যানভাসে অঙ্কিত ছবি-সব
রঙ হারিয়ে বিবর্ণ হয়ে যায়!
হতাশার ছায়া পড়ে বর্তমানের প্রেক্ষাপটে।
হায়রে মন!স্বপ্নবিলাসী মন!
আবার সে স্বপ্ন দেখে,
আবার সে হাসে-ভালবাসে;
পুরনো ডায়েরীর পাতা ছিঁড়ে ফেলে,
নবোদ্যমে ফের নতুন ডায়েরীর পাতায়
নানারকম পরিকল্পনার ছক কাটে।
সব স্বপ্ন হয় না সফল সবসময়,
জীবন নামক মরু প্রান্তরে হায়!
বেশিরভাগ স্বপ্নই শেষে
মরীচিকায় পরিনত হয়।
জীবনের জুয়াখেলায়,
সকলেই তো আর যায় না হেরে,
কেউ কেউ আবার ছক্কা-পাঞ্জাও মারে।
রচনাকাল-২০,০৪,২০২১
মঙ্গলবার।