উপেক্ষিত শক্তির উদ্বোধন

উপেক্ষিত শক্তির উদ্বোধন

সৌরভ রায়

মহাজাগরনের শক্তিকে আমরা ভুলে যাচ্ছি আজ বলে,
বিশ্ব দরবারে আমাদের উন্নতির পথ গভীর তলে।
যাদের আমরা নিজের স্বার্থে পদতলে মারছি পিষিয়ে,
তারাইতো ভাই "দশআনা শক্তি", জয়ের মালা দেয় ভরিয়ে।
আমরা মস্তক উচ্চ রেখে যাই বলে শুধু ছোট,
তারি বলে সোনায়পূর্ণ মানবগুলো হচ্ছে কারায় রত।
জন্ম হইতে ঘৃণা-উপেক্ষা আর সংকোচ-জড়তা নিয়ে,
তারা নিজে যে প্রকৃত মহান মানুষ পারেনা বলতে গিয়ে ।
কেউ যদি রক্ষায় হাত দেয় নিচু সম্প্রদায়ের তরে,
আমরা দানবেরা সেই হস্তকে ভেঙ্গে ফেলি যুদ্ধ করে ।
তাহলে কেমনে হবে গঠন সর্বাপেক্ষা গণতন্ত্র,
সোনার মানুষের চরণ না পেলে তা বৃথা গাওয়া মন্ত্র ।
আমরা মহান সবই পারি বিশ্বে যত আছে বড় কার্য,
তবুও কেন অধ:পতন মোদের,ভাবছি কভু কোন মর্ম।
গান্ধীজির কীর্তিভরা বিবৃতি যদি একবার বসে ভাবি,
তবে সব ছোটলোকেরা ফিরে পায় তাদের অভিলাষের দাবি ।
জাত-পাত সহ সকল বিষয়ে ভেদ করেনি ঐ মহাত্যাগী,
তাইতো নিখিল ভারতবাসী সাড়া দেয় ওনার প্রেমে লাগি ।
তেমনি করে আমরাও যদি.....
আপন করে হৃদয়ে রেখে ডাকি তাদের প্রাণের ভাই বলে,
তাহলে আর কষ্টে কান্না থাকবেনা কখনো মোদের হলে।
বিশ্ব তখন প্রণাম করবে মোদের চরণধূলি নিয়ে,
উপেক্ষিত ভাইদের বোধন হবে তবে বাঁশিতে সুর দিয়ে,
ধরায় দুঃখ, দৈন্য ,লজ্জা ,ক্লেশ যাবে চিরতরে ঘুঁচে।

পুটিমারী,কিশোরঞ্জ,নীলফামারী
20-04-2020
লক্ষনীয়::বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
এর উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটিকে
কবিতা আকারে আনার প্রয়াস।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.