ভালো মানুষ একটু তিতো মিষ্টি কথা কম বলে, নীতিতে সে অটল যখন স্বার্থানেশীর গাঁ জ্বলে। পুঁজিবাদীর পুঁজিতে যখন একটু খানি টান ধরে, জ্বলে উঠে চিতার আগুন দুর থেকে সে বান মারে। যে যার কাছে সবাই সমান মারুক যত গোলা- কামান, ভাঙ্গবে তবে নোয়াবে না এমন মানুষ আছে কয়জনা! সবাই যারে বলছি ভালো হয়ত কেহ বলছেনা, নিজেই সে যে কেমন মানুষ দুর্নীতি কি করছেনা ? ভালো মানুষকে বলতে ভালো কেনই বা তোমার একটু বাদে, নিজের জন্য নাইবা হলো নিবেদিত মন সবার কাজে। রিক্ত হস্তে ফিরছো আজি হয়ত কালকে সিক্ত হবে, তাই বলে কি মানবতা তোমার থেকে চলে যাবে? ভালো মানুষ সদাই ভালে ভালো তাহার গুনাবলী, এমন মানুষের আদর্শ নিয়ে আমরা সবাই পথ চলি।