মার্জনা চাহি
আব্দুল লতিফ প্রামাণিক
তারিখঃ১৫/৭/২০২২খ্রিঃ------------------------
প্রচন্ড দাবদাহ, এই নাকি বরসা!
সুনীল আকাশ,আর ধবধবে সাদা মেঘ
পেজা তুলার মতো গতিবেগ উড়ে চলে সুদুরে
এক ফোঁটা বৃষ্টির নাই কোন ভরসা।
হাস ফাস করে সব শ্রষ্টার মাখলুক
জিভে নাহি জল তেষ্টায় শুকায় গলা
তপ্ত প্রান্তরে খালি পায়ে নাহি যায় চলা
জন জীবনে আর নাই কোন সুখ।
কোথাও যায় নাকো থাকা ক্ষনিকের তরে
সবটুকু বৃষ্টি ক'দিন আগে গেছে নাকি ঝড়ে!
প্লাবণে গেছে ভেসে আমার স্বজন,হয়েছে গৃহ হারা
বহুত মার্জনা চেয়েছি খোদা বন্ধ করো বারি ধারা।
আজ আবার মার্জনা চাহি ওগো রহমানের রাহীম
ক্ষমা করো বৃষ্টি দাও তোমার মাখলুক বড়ই কষ্ঠে
পথ ভ্রষ্ট আমরা সকল বানিয়াছি পাপের পাহাড়
পাহাড় গলে পড়ে নাকো ঝর্না ধারা তাহার।
তুমি বিনে নাকি কেহ করিবেক রহম বান্ধারে তোমার
তোমার সকল মাখলুক তপ্ত দাবদাহে বড়ই বেহাল
দু'হাত তুলে করি মিনতি হে দয়াময়,দয়ার সাগর
তোমারে না ভুলি যেন হইতে পারি তোমারী পাগল।