পাবো কী উত্তর | প্রকাশ চন্দ্র রায়


পাবো কী উত্তর

প্রকাশ চন্দ্র রায়

নিস্তব্ধ পৃথিবী মধ্যরাতে,
অঘোরে ঘুমোচ্ছে সবাই সুখে কিংবা দুঃখে;
তুমিও এখন স্বামীপাশে ঘুমোচ্ছো নিশ্চয়
বুকে রেখে মুখ অথবা বাহুবেষ্টিত অবস্থায়।
শুধু নির্ঘুম আমি! স্মৃতির তাড়নায় অস্থির,
বড়বেশি পীড়িত হচ্ছি ভাবনার অত্যাচারে!
এত করে ভুলে যেতে চাই-অতীতের যত ঘটন-অঘটন,
পারি না ভুলতে কোনমতে;
অজান্তে মন করে অতীতে বিচরণ,
স্মৃতিমন্থনে হয় একান্তে নিমগন!
তোমার হৃদয়ে যখন দিয়েছিলে ঠাঁই,
আমার হৃদয়েও করেছিলে বাস;
অমিত আনন্দ পেতাম তখন স্মৃতিমন্থনে।
কোন কুক্ষণে হলো সর্বনাশ! তুমি চলে গেলে
আমাকে অবহেলে।
অনেককিছু বলার ছিল তোমাকে,
বলতে চাইনে সবগুলো--শুধু একটি প্রশ্নের
পাবো কী উত্তর?
যেসব স্মৃতি দংশিছে আমাকে অষ্টপ্রহর ধরে!
সেসকল স্মৃতি কী একবারও জাগে না তোমার অন্তরে?★


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.