শিরোনামঃ তুমি কেমন মানুষ?
কলমেঃ চন্দন চন্দ্র মহন্ত
তারিখঃ৩০/০৩/২০২২ ইংতুমি কেমন মানুষ এ সংসারে
সত্য কর বেহুশ
প্রশ্রয় দাও মিথ্যা ঘরে
খরাও নীতির হুশ!
তুমি কেমন মানুষ.... তুমি কেমন মানুষ?
জুয়ার আসর ভাঙছো দিনে
ঘুষ খেয়ে নাও রাতে
অঙ্গ ভেজাও গঙ্গা স্নানে
বস্ত্র শুকাও প্রাতে!
তুমি কেমন মানুষ...... তুমি কেমন মানুষ?
বোনের শরীর বোলাও সুখে
বকুল গাছের নিচে
ব্রহ্ম বাক্য তোর এ্যাতো মুখে
সড়ক বাঁধার পিচে!
তুমি কেমন মানুষ....... তুমি কেমন মানুষ?
তোর চোখের ডগায় নজরবন্দী
ভদ্র ত্বকের খোল
আঠারো মোকামে জমজ ফন্দি
বাজাও প্রেমের ঢোল!
তুমি কেমন মানুষ......... তুমি কেমন মানুষ?
মায়ের কোলে দুগ্ধ পানে
নিয়ে ভ্রাতার ঠাঁই
কলঙ্ক দাও রোজ শয়নে
যুধিষ্ঠির তো নাই!
তুমি কেমন মানুষ....... তুমি কেমন মানুষ?