এসো তবে যাই ফিরে মানুষের বংশে
- ........ - চন্দন চন্দ্র মহন্ত
তারিখঃ ০৯/০৬/২০২২ইং
তারিখঃ ০৯/০৬/২০২২ইং
মানবতার কথা বলি ঢাক-ঢোল পিটিয়ে
কেউ কি তা নিয়েছে অন্তরে মিশিয়ে?
আলো বিনা চলি যদি অন্ধকার রাত্রে
পথে ঘাটে হোঁচট খেয়ে পরে যাবো গর্তে।
জাতপাত ভেদাভেদ দেহ পূর্ণ জীর্ণে
মনুষ্যত্বের জ্ঞান নেই মানবের কর্ণে।
মোরা চোখ বুলে দেখি যদি সৃষ্টির প্রভাতে
জাতপাত গোত্রে নেই কেউ সারিতে।
সৃষ্টির উত্থান জানা নেই যার ভিতরে
ঐ আবালের মুখে ধ্বনি ফুল ফোটে ডুমুরে।
জন্ম কি আছে জানা?ছুটি কার আদলে?
যত হিংসার পণ্ডিত শুয়ে আছে বগলে।
ওরা মস্তিষ্কে আঘাত করে এলোমেলো শব্দে
স্রষ্টার বিভাজনে মাথা দোলায় জব্দে।
এভাবে তো যেতে পারে পৃথিবী ধ্বংসে
না! না! না! এসো তবে যাই ফিরে মানুষের বংশে।