শিরোনামঃ ঘুমের ঘরে স্বপ্ন
কলমেঃ চন্দন চন্দ্র মহন্ত
রচনাকালঃ ২ ৫/০২/২০২২ইং
কলমেঃ চন্দন চন্দ্র মহন্ত
রচনাকালঃ ২ ৫/০২/২০২২ইং
অচিনপুরে রাজপ্রাসাদে হলাম বুঝি রাজা,
রাজ্য পেলাম রাণী পেলাম পেলাম স্বর্গ তারা
মন্ত্রী প্রজা সৈন্য-সেনা করবে আমায় পূজা।
আদেশ মান্য করতে হবে আমার জনপদে
উচ্চস্বরে কথা বলার কেউ রবে না দেশে,
বিচার আমি করব সবার স্বার্থ লতার ফাঁদে
বিনা কুর্ণিশ মরতে হবে আমার দেয়া বিষে।
রাজ্য জুড়ে ঢাকের শব্দে বাজবে নানা সুর
জ্বলবে আগুন চক্ষু দ্বারে নিতে যত সুদ,
শক্তি বলে করব শাসন আমার অচিনপুর
হিম্মতে কেউ চেষ্টা করলে জখম করব পুত।
চোখের ঘুম ভাঙলো যখন রাজ্য কোথা গেল?
অচিনপুর জায়গা বলে নাম শুনেছে কেহ?
স্বপ্ন আমার কল্পনাতেই বাস্তব কি আর হলো?
ভাঙ্গা খাটের উপর দেখি উলঙ্গ মোর দেহ!
ঠিকানাঃ খোর্দ্দ বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী