প্রবন্ধের নাম __ উৎসব
কলমে _ ষষ্ঠী ব্যানার্জী
____________________
উৎসব কথাটি চার অক্ষরে। কিন্তু তাৎপর্য বিশাল। আক্ষরিক অর্থে মনোরঞ্জন । যা মানুষের মনকে উল্লসিত ও বিকশিত করে। উৎসবের দিনগুলোতে প্রতিটা মানুষের মন উল্লসিত ও বিকশিত হয়ে থাকে। মানুষ উৎসবের দিনগুলোতে কোন বিধিনিষেধের মধ্যে থাকতে চায়না। সবসময়ই স্বতঃস্ফূর্ত হয়ে উৎসবের দিনগুলো পরিবারের সকলের সাথে কাটাতে ভালোবাসে। উৎসবের সবাই কে অতি সহজেই পাওয়া যায় এবং একে অপরের সাথে মিলিত হয়ে আড্ডা বাজি ও নানাধরনের গল্পগুজব করতে পারে। উৎসব ছাড়া অন্যান্য দিনে সবাই একযোগে মিলিত হতে পারে না। উৎসবের দিনগুলোতে সবাই কে পাওয়া অতি সহজলভ্য তা যে কোন উৎসব ই হোক। উৎসব নানা ধরনের হয়। যেমন ধর্মীয়, সামাজিক উৎসবগুলো প্রত্যেক সমাজেই আছে। তা ছাড়া আজকাল ফিল্ম উৎসব, ব ই মেলা উৎসব এই উৎসবগুলো জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অনুষ্ঠিত হয়। আবার এখন আঞ্চলিক উৎসব অর্থাৎ পিঠে, পুলি উৎসব, নানা ধরনের মাছ নানা জায়গা থেকে জোগাড় করে মৎস্য উৎসব উদযাপিত হয। সব উৎসবেই কিছু লোকের যেমন খরচ হয় আবার তেমনি কিছু আয় ও হয়। সব উৎসবেই লোকের ভিড় উপচে পড়ে। উৎসব হলে মেলা বসে।মেলায় নানাধরনের সম্ভার নিয়ে মেলা প্রাঙ্গনে হাজির হয়।ক্রেতা, বিক্রেতার ভিড়ে উৎসব জম জমাট হয়ে ওঠে।অনেকে আবার চিত্তবিনোদন বা মনোরঞ্জনে জন্য নানা ধরনের বাজি যেমন ছুচোঁবাজি,কালিপটকা ,হাওয়াই বাজি নিয়ে বসে।বিক্রি ও যথেষ্ট ই হয়।উৎসব ও জমজমাট ও আনন্দ মুখরিত হয়ে ওঠে।ফলতঃ প্রশাসনিক ব্যবস্থা আশানুরূপ ভাবেই রাখতে হয়। উৎসবের খরচ মেটানোর জন্য উ্ৎসব কমিটি গুলোকে নানা জায়গা থেকে আয়ের উৎস খুঁজতে নানা জায়গা থেকে যাতে চাঁদা জোগাড় করা যায় তার ব্যাবস্থা ও রাখতে হয়। উৎসবের অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্য নানা ধরনের বিঞ্জাপন গনমাধ্যমের মাধ্যমে প্রচারের ব্যবস্থা রাখতে হয়। উৎসবকে জনমুখী করার জন্য রেডিও, টিভি ইত্যাদি ইত্যাদি র ব্যবহার আজকের সমাজে অপরিহার্য। প্রত্যেক সমাজে ই নানা উৎসব পালিত হয়। যেমন বাঙালি সমাজে নবান্ন উৎসব, শারদীয়া উৎসব, দোল উৎসব, রথযাত্রা, জামাই বরণ উৎসব ইত্যাদি ইত্যাদি উল্লেখযোগ্য। উড়িষ্যার লোকেদের রথযাত্রা বিশেষ ভাবে উল্লেখযোগ্য, মাদ্রাজ, অন্ধ, তেলেঙ্গানা ও কেরালায় পোঙ্গল উৎসব ঘরে, ঘরে পালিত হয়, আসামে বিহু উৎসব, মহারাষ্ট্রে গনেশ পূজো , বিহারে ছট পূজো আর হিন্দিভাষী অঞ্চলে দশেরা ইত্যাদি ইত্যাদি। মুসলমানদের রমজান উৎসব। মহরম ইদলফেতর, ঈদ উৎসব ইত্যাদি ইত্যাদি খৃষ্টান দের বড় দিন, গুড ফ্রাইডে ইত্যাদি আবার আরো অনেক ধর্মাবলম্বীদের কিছু কিছু উৎসব আছে। সব উৎসবেই গরীব, বড়লোক সবাই নূতন নূতন জামা, কাপড়পড়ে,ভালো মন্দ খাবার খায়। গরীব লোকেরা বলে সারা বছর ডাল, ভাত খাই। উৎসবের দিনগুলোতে অন্ততঃএকটু ভালো, মন্দ খাবার খেতে চেষ্ট করি অনেক উৎসবে বস্ত্র বিতরণ, পানীয় জল বিতরণ করা হয়। উৎসবের দিনগুলোতে গরীব, বড়লোক সবাই ভালোভাবে কাটাতে ও আনন্দ উপভোগ করতে চায়। শ্রী কৃষ্ণের দোল উৎসবে অনেকে নানা রকমের রঙ গায়ে, হাতে পায়ে মেখে আনন্দ করে। কিছু কিছু উৎসবে আবার সবাই মিলে একসাথে উৎসব উপভোগ করে। উৎসবের দিন গুলোতে সবচেয়ে বেশী আনন্দ উপভোগ করে বাচ্চারা। তাদের আনন্দের কথা তারা মুখে প্রকাশ করতে পারে না কিন্তু তাদের মুখের আবভাব ও দেহের আকার, ইঙ্গিত দেখলেই বোঝা যায়। উৎসব মানুষের প্রাঙ্গন মেলা। আবার সম্মেলন স্থান ও বলা যায়। যেখানে সবাই জড়ো হয়ে একসাথে ওঠাবসা, খাওয়া দাওয়ায় মশগুল থাকে কিন্তু উৎসব চলে গেলে সবাই বিমর্ষ হয়ে যায়। মনে মনে ভাবে আবার কবে উৎসব আসবে। উৎসবে সহমর্মিতা, সহযোগিতা, ও সহিষ্ণুতা একান্তই কাম্য। উৎসব মানুষের মিলনস্থল। আসুন উৎসবের মিলনমেলায় সবাই মিলে একযোগে মিলিত হয়ে উৎসবের দিনগুলোকে বিকশিত, উল্লসিত ও আনন্দময় যাতে তার জন্য দুহাত বাড়িয়ে দেই আর মুখে বলি , ধন্য ও সার্থক হোক উৎসব।
My personal details as follows
Address:- 3/4 panpara 2nd A Lane, Barrackpore, Kolkata:- 700123
Name:- Sasti Banerjee