পানি জীবন পানি মরন | আজহারুল ইসলাম আল আজাদ


পানি জীবন পানি মরন
আজহারুল ইসলাম আল আজাদ 


মনো কষ্টে স্বর্দি জ্বরে চোখের পানি নাকের পানি 
ঝড়ে ঝর ঝর
পেঁয়াজ মরিচ ধোঁয়ায় চোখের পানি নাকের পানি
 আসে বার বার।
 ঝাল টক মিষ্টি দেখলে জিহ্বার পানি ঠোঁটে
 গড়িয়ে গড়িয়ে আসে,
 শ্যালো মর্টার ট্যাপ আর টিউবওয়েল পানি 
 পানে জীবন বাঁচে।
 খেজুর রস ফলের রস আর ডাবের পানি পানে
 শরীরে শক্তি বাড়ে,
 পানি রক্ত রক্তই পানি পান করা পানি শরীরের
 পানি বের হয় প্রসাব আকারে।
 খাল ডোবা পুকুর নদী নালার পানি মিঠা পানি
 হেথায় মিষ্টি মাছের চাষ,
 বড় নদী সাগর মহাসাগরের পানি লোনা পানি
 হেথায় বাস করে সামুদ্রিক মাছ।
 বৃষ্টির পানি শান্তির পানি আল্লাহর অমোঘ 
 নিয়ামত ধরার মাঝে,
 ধরিত্রি সবুজে শ্যামলে ভরে উঠে চাষাবাদে
 ফসল ফলে বারমাসে।
অতি বর্ষনের পানিতে যখন ডুবিয়ে যায়
খাল বিল নদ নদী মাঠ ঘাট, 
তলিয়ে যায় ঘর বাড়ি হাট বাজার শহর নগর 
বন্দর দোকান পাঠ।
সেটি হল বন্যা, না থাকে ঠাঁই, না থাকে খাবার
সব কিছুই করে হরন,
পানি আর পানি পানিময় সংসার পানের যোগ্য নয় পানি, পানি জীবন পানি মরন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.