" মক্ষিরানী "
প্রদীপ দে
রাতে জোছনা এসে
তার সাদা চাদরে মুড়ে দেয়
পাশে রঙে রঙিন তোমায় খুঁজি
পাই না তাই চাঁদ দেখে মুচকি হাসে
গভীরতায় ডুবে থাকা রাত হয় উজ্জ্বল ঝলমলে
রঙ মেখে ব্যস্ত তুমি মক্ষিরানী হয়ে রঙ বিলাও যে…
--কোলকাতা
সবার আগে আমাদের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন