ভূস্বামী | চন্দন চন্দ্র মহন্ত

 
                 ভূস্বামী 
কলমেঃ চন্দন চন্দ্র মহন্ত 

ভালোবাসি আমি দুই হাত জমি
কেন মানি ভিখারির অজুহাত?
তবে তো গো আমি হব ভূস্বামী
ঝরে ঝরুক চোখে জল প্রপাত!
কাটিবে মোর নিশি বইবে হাসি
জাগিবে অসমাপ্ত সঞ্চার,
আছে কি তার মসি? তুলিতে অসি-
বৃথা তার মসনদ অধিকার!
ঘাটে খাবে জল যদি চায় ফল
লুটপাট হবে শত সতী ধন,
জানে মোর বল! আছে কত দল!
বাজাতে পারি বৈদিক খঞ্জন।
ভাবি আর কিসে?আছে সব দিশে-
মিছে রই পড়ে ভিখারির দলে
নিতে হবে খসে একে একে চুষে
হালকা চোখের ঘোলা কালো জলে।
দিবে অভিশাপ যাবে চলে তাপ
রইবে না এই ক্ষোভ চিরকাল
নিতে রাজি পাপ চাই রাজা ধাপ
ভালোবাসি আমি সুখ মহাকাল।
কালনেমি গুরু, কেন হই ভীরু?
উদ্ভট হৃদে জয় নিব ছিনে,
এই মোর শুরু নির্দয় পুরু-
দেখ! দেখ! জয়ঢাক দাও গুণে।
নিকৃষ্ট কায় নগ্নতা পায়-
জানি, তবু কেন বিষন্নতায়?
কোন চিন্তায় মন পুড়ে যায়?
সুখ কেন পড়ে অস্থিরতায়?
জ্বলন্ত স্বভাব হিংসা ভাব
পঙ্গু করিছে ঐ আত্মসাৎ
পূঁজি নাই জীব পূঁজি নাই শিব
বুঝি ধীরে ধীরে নিয়তির স্বাদ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.