তুমি তো পাঠক -- প্রকাশ চন্দ্র রায়

 তুমি তো পাঠক


প্রকাশ চন্দ্র রায় 


৩রা জানুয়ারী ২০১৭ইং মঙ্গবার। 


কোন কুক্ষণে অভ্রান্তভাবে দেখেছিলাম তোমার মুখ, কোন কৌতুহলে তোমার প্রণয়জলে দিয়েছিলাম ডুব!

যেভাবে চাই সেভাবে তো পাই না তোমাকে,

যেভাবে হারাই-সেভাবে আর পাই না ফিরে।

এখানে সেখানে সবখানে খুঁজি-নেই নেই, 

কোথাও তোমার চিহ্নমাত্র নেই।

তুমি হয়তোবা মিশে গেছো অদেখা বাতাসের সাথে! 

হৃদয়ের ধুকপুক তালে তাল মিলিয়ে চলি,

আন্তরিক প্রচ্ছন্ন প্রদাহের কথা কাউকেই না বলি। 

এভাবেই ধুঁকে ধুঁকে কেটে যাবেই দিন,

আমাকেও খুঁজে পাবে না কোন একদিন। 

চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বুঝবে সেদিন,

কবিতা কেবল ছন্দ খেলা নয়!

কবিতার নিগূঢ়ে যে কতশত হাসি কান্না রয়!

কেবল তা জানে একজন ভুক্তভোগী কবি। 

তুমি তো পাঠক-পাঠ শেষে ভুলে যাও নিমেষে 

কবি আর কবিতাকে;

কবি কিন্তু ভুলে না কখনোই তোমাকে।

আবার সে লিখে চলে মনোরম কবিতা অক্লান্ত পরিশ্রমে, 

হে সুপ্রিয় পাঠক-শুধুমাত্র তোমারই মনোরঞ্জন উদ্দেশ্যে,

তোমাকেই ভালবেসে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.